তোমারই কারণে | ঈশানুর সুরে জয়তীর কণ্ঠে বাংলা আধুনিক | Satkahon

তোমারই কারণে

তোমারই কারণে | ঈশানুর সুরে জয়তীর কণ্ঠে বাংলা আধুনিক

অবিরাম ঝরে পড়ছে শ্রাবণ ধারা। জানলার ধার ঘেঁসে এসে দাঁড়ানো মনখারাপ করা বিকেল, কানে হেড ফোন আর গানে জয়তি।

কাব্যে বললে, বাঙালী মানে বাংলা গান, বাঙালী মানে বৃষ্টি, বাঙালী মানে ঘুম ভাঙলেই নতুন কিছু সৃষ্টি।

আবারও এক অভিনব সৃষ্টি নিয়ে হাজির নবীন সঙ্গীত পরিচালক ও সুরকার ঈশানু চক্রবর্তী।

তাঁর সুরে কিছু দিন আগেই মুক্তি পেয়েছে স্বনামধন্য সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তীর কণ্ঠে একটি মৌলিক বাংলা গান “তোমারই কারণে”।

গানের কথা লিখেছেন দেবশ্রী ভট্টাচার্য।

গান প্রসঙ্গে বিস্তারিত আলোচনার আগে আসুন একবার শুনে নিই গানটি।

তোমারই কারণে

KNOCK the KNACK ইউ টিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে এই গান।

ঈশানু নিজেই এই চ্যানেল এর কর্ণধার। বললেন, “এর আগেও আমি মনোময় ভট্টাচার্য, রুপঙ্কর বাগচী ও আরও বেশ কিছু কিংবদন্তি শিল্পীর সাথে কাজ করেছি, যা আমার চ্যানেল থেকেই প্রকাশিত হয়েছে।জীবনের একটা সময় আমি গান নিয়ে বিভিন্ন অডিও চ্যানেল এর দারস্থ হই। তাঁরা গান প্রকাশ করার জন্যে যে সব দাবী রাখেন তা আমার সাধ্য ও সাধ কোনটির মধ্যেই পরেনি। তাই আমি ভাবলাম আমি নিজে একটি ইউ টিউব চ্যানেল প্রকাশ করি। হয়ত প্রথম থেকেই আমি প্রচুর দর্শক পাবো না। কিন্তু আমার সেদিনের প্রচেষ্টা আজ সফল। ‘তোমারই কারণে’ গানটি সহস্রাধিক দর্শক শ্রোতার স্নেহধন্য,গানের সুরকার হিসেবেও এটি আমার পরম পাওয়া।“

বর্তমান এই কঠিন সময় মানুষের থেকে মানুষকে কেড়ে নিয়েছে। বড্ড একলা হয়ে গেছি আমরা।

দেখা নেই বন্ধুতে বন্ধুতে, প্রেমিকে প্রেমিকায়, দেখা নেই পরবাসী মেঘের সাথে শ্যামলা বঁধুর।

তাই বৃষ্টি হয়ে একে অপরকে ছোঁয়ার আকুতি জানায় প্রকৃতি।

একলা পথ থাকে পড়ে, আর ফিরে দেখার একরাশ আশা নিয়ে অপেক্ষা করে জলে ভেজা চৌকাঠ।

দেবশ্রীর গান বলছে সেই কথাই। গানের কথার সাথে সুরের মেলবন্ধন যেমন প্রশংসনীয়, তেমনই কৃতিত্বের দাবী রাখে সঙ্গীতায়োজন।

গানের মেলোডি সাজিয়েছেন টাবুন স্নেহেন্দু চ্যাটার্জি।

সামগ্রিক রিদিম প্রোগ্রামিং করেছেন অনুপম দত্ত।

বেস গিটার সঙ্গত করেছেন অনির্বাণ টুক্কা চক্রবর্তী।

প্রাথমিক শব্দ গ্রহণ ও শব্দ মিশ্রন করেছেন অর্ক সরকার(OPERA STUDIO)।

গানের মূল মিক্সিং-মাস্টারিং করেছেন গৌতম বসু( STUDIO VIBRATION)।

গানের দৃশ্যগ্রহণ ও চিত্র সম্পাদনা করেছেন শুভঙ্কর দাস ও প্রবীর মাঝি।

দৃশ্য সম্পাদনা করেছেন ঈশানু।

জয়তীর আবেগ ঘন কণ্ঠস্বর কথা-সুর-সঙ্গীতায়োজনের সাথে মিলে এই গানকে আলাদা মাত্রা দিয়েছে তা বলাই বাহুল্য।

COPYRIGHT © 2021 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *