জয়া – আসছে সাত্যকি ভট্টাচার্যের পরিচালনায় নতুন ছবি – Satkahon Preview

জয়া – আসছে সাত্যকি ভট্টাচার্যের পরিচালনায়
পিতা-সন্তানের সম্পর্ক যে কতটা গভীর তা আমরা প্রত্যেকেই জানি।
সম্পর্কের গভীরতার জন্যে প্রয়োজন পড়ে না অর্থ-মান-যশের।
বাবা যেমনই হন না কেন তিনি তাঁর সন্তানের জন্যে ভাবেন সবার আগে।
আর তাছাড়া বাবার সাথে মেয়েদের যেন একটু বেশিই ভালোবাসা।
কিন্তু যখন সমাজের কিছু নৃশংস পিশাচের চোখ পড়ে সেই মেয়ের দিকে আর বাবার কোল থেকে সেই হায়নার দল কেড়ে নিয়ে যায় তার মেয়েকে…?
বাবা-মেয়ের জীবনের এমনই এক মর্মান্তিক কাহিনী নিয়েই আগামী ২৫শে ডিসেম্বর সাত্যকি ভট্টাচার্যের পরিচালনায় মুক্তি পেতে চলেছে একটি নতুন ছবি ‘জয়া’
ইতিমধ্যেই ছবির একটি গানও মুক্তি পেয়েছে ..ছবির গল্পে যাবার আগে আসুন শুনে নিই গানটি…
এই ছবির ঘটনা শুধু লৌকিক নয়, পরলৌকিকও।
পল্টু নামের এক ঢাক বাদক প্রত্যেক বছর পুজোর সময় কলকাতায় আসেন ঢাক বাজাতে।
২০১৯ এর পুজোয় যখন তিনি কলকাতায় তখন তিনি খবর পান তার মেয়ে জয়াকে ধর্ষণ করা হয়েছে এবং সে মারা গেছে।
পুজো ছেড়ে তিনি চলে আসেন।
২০২০ এর মহামারী বা প্রাকৃতিক বিপর্যয়ে যখন আর্থিক অবস্থার অবনতি তে আপামর পৃথিবী ধুঁকছে,
তখন ব্যক্তিগত জীবনের ঘটনা না জেনেই পুজো কমিটি পল্টু বাবুকে ঢাক বাজানোর বায়না দিতে আপত্তি করে আগের বছর মাঝপথে চলে যাওয়ার ক্ষোভে।
কিন্তু কমিটি সদস্যদের একজন তাঁকে নেওয়ার জন্যে বাকিদের রাজি করান।
সন্ধিপুজোর সময় ঢাক বাজাতে বাজাতে পল্টু বাবু অজ্ঞান হয়ে পড়ে যান।
সেই অবস্থায় তিনি দেখেন স্বয়ং দেবী দুর্গা তাঁর কন্যা রুপে এসেছেন…
তারপর?
কি বলেন দেবী তাঁকে?
মেয়ের ধর্ষণকারীরা কি আদৌ শাস্তি পায়?
জানতে হলে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন।

ছবিতে অভিনয় করেছেন তন্ময় চ্যাটার্জি, সমাদ্রিতা হাজরা, সাত্যকি ভট্টাচার্য, সীমা ভট্টাচার্য, রিক্তা রায়, সঞ্জয় পতি, অভিজিৎ বারুই, আদিত্য পতি।
সাত্যকি ভট্টাচার্যের কাহিনী ও পরিচালনায় দৃশ্যগ্রহণ ও চিত্রনাট্য রচনা করেছেন জ্যোতির্ময় সামন্ত।
অরিঅন ফিল্ম প্রোডাকশন নিবেদনায় ছবির প্রযোজনায় করছে সাত্যকি ভট্টাচার্য প্রোডাকশন ফিল্মস।
Saptarshi Saha | SATKAHON