জয় মা দুর্গা – পুজোর গানে কৌসুমি, অভিষেক ও শ্রী পার্থ – Satkahon Review

জয় মা দুর্গা – পুজোর গানে কৌসুমি, অভিষেক ও শ্রী পার্থ
জয় মা দুর্গা

জয় মা দুর্গা – পুজোর গানে কৌসুমি, অভিষেক ও শ্রী পার্থ

বছরের শুরুটা এবার অন্যরকম। কিন্তু ঢাকের আওয়াজ কানে যেতেই বাঙালীর মুখে ফুটেছে হাসি। কারণ, মা আসছে।

পুজো মানেই পুজোর গান। উৎসবের আনন্দ মাখা সুরে ও কথায় সঙ্গীতশিল্পী কৌসুমির কণ্ঠে মুক্তি পেলো “জয় মা দুর্গা”।

পেশাগত সঙ্গীতশিল্পী হিসেবে কৌসুমি ১০ বছর অতিক্রান্ত করেছেন।

গান শেখার শুরু মায়ের কাছেই। আকাশবাণী কলকাতার অনুমোদিত শিল্পী ছিলেন মা।

ভায়োলিন এবং গিটার বাজানোর পাশাপাশি গানও গাইতেন তিনি।

তাই সঙ্গীতের প্রতি অনুরাগও মায়ের হাত ধরেই।

একটু বড় হবার পর কৌসুমি গান শেখেন শ্রুতিনন্দনে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে।

বাংলা আধুনিক গানের তালিম নেন দুরদর্শন খ্যাত শিল্পী শ্রী সুবীর সেনের কাছে।তাঁর লোকসঙ্গীত শিক্ষাগুরু শ্রী সুরঞ্জন চক্রবর্তী।

মা গত হবার পর সঙ্গীতজগত থেকে খানিকটা সরে আসেন কৌসুমি কারণ মা ছিলেন তাঁর গান জীবনের অনুপ্রেরণা।

পেশাগত ভাবে না হলেও বাবা নিয়মিত লেখালেখি করতেন দেশ পত্রিকায়। তাই বলাই যায় লেখার ক্ষমতা কৌসুমি পেয়েছেন তাঁর বাবার থেকে।

জয় মা দুর্গা – পুজোর গানে কৌসুমি, অভিষেক ও শ্রী পার্থ
জয় মা দুর্গা

জনপ্রিয় সঙ্গীত পরিচালক সুরজিৎ ঘোষের সাথে পরিচয় হবার পর আবার নতুন করে গানবাজনা শুরু করেন তিনি।

সেই সময় থেকেই পেশাগত শিল্পী হিসেবে নতুন করে যাত্রা শুরু করেন তিনি। কৌসুমি বলেন,

“আমাদের ছোটবেলায় হিন্দি গান শোনা একেবারেই বারণ ছিল। তাই কোনোদিনই শেখা তো দুরের কথা সেভাবে গাইতাম ও না।

কিন্তু সুরজিৎ আমাকে উৎসাহ দেয় হিন্দি গান গাইবার জন্যে।

একটা ঘটনা বলি, বাঘাযতীনের একটি অনুষ্ঠানে আমি হিন্দি গান পরিবেশন করার জন্যে আমন্ত্রিত হই।

আমি গাই “Lag ja gale”, “বুঝবে না তুমি বুঝবে না” কিন্তু এরপর আমাকে অনুরোধ করা হয় “Do ghunt”, “Biri Jalaile”, “Piya tu ab to aja”.

আমি কোনোদিন এই ধরণের গান গাইনি। তাই আমি সেদিনও গাইতে পারিনি।

আমাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

সেই ঘটনা আমাকে আমুল বদলে দেয়।

এতগুলো বছর আমি গান গাই, কিন্তু এই তিনতে গান জানিনা বলে আমাকে নামিয়ে দেওয়া হল?

সেদিন আমার মনে হল আমাকে একটা নিজস্ব পরিচয় তৈরি করতে হবে।

আমি নিজেকে ধীরে ধীরে সব ধরণের গানের জন্যে প্রস্তুত করতে থাকি।

২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে আমি একটি কলেজের অনুষ্ঠানে সব ধরণের গান পরিবেশন করি এবং সেই থেকে আমার নতুন করে পথচলা।“

পুজোর গান প্রসঙ্গে তিনি বলেন,

“আমার দুই বন্ধু মুম্বাই খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিষেক ও কুমার শানুর স্নেহধন্য, সারেগামাপা বাংলার (Season-1) জয়ী সঙ্গীতশিল্পী শ্রী পার্থ।

ওদের সাথেই কথা হচ্ছিল সাত মাস কোন কাজ নেই, আবার মঞ্চে দেখা হবে কিনা জানিনা নতুন গান ও হবে না এই বছর… ইত্যাদি আলোচনা করতে করতেই এই গানটা তৈরি হল।

সুরজিৎ আমাদের সকলের আবদারে যতটা তাড়াতাড়ি সম্ভব গানের ট্র্যাক তৈরি করে।

অবশেষে আমাদের গানটা পূর্ণতা পায়।“

আসুন শুনে নিই “জয় মা দুর্গা” গানটি….

জয় মা দুর্গা – পুজোর গানে কৌসুমি, অভিষেক ও শ্রী পার্থ

গান মুক্তির আগেই একরাশ শুভেচ্ছা বার্তা জানিয়ে শিল্পীদের আশীর্বাদ করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক শ্রী কল্যান সেন বরাট।

শুভসুর মিডিয়ার প্রযোজনায় গানটির সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালক সুরজিৎ ঘোষ।

গানটি গেয়েছেন কৌসুমি, অভিষেক ও শ্রী পার্থ।

শব্দপরিকল্পনা করেছেন কৌস্তভ সেন বরাট ও চন্দন ঘোষ।

নৃত্য পরিচালনা করেছেন Addict Dance Group এবং সম্পাদনা করেছেন বিবেক ভৌমিক।

গানটি মুক্তি পেয়েছে Shuvosur Media থেকে।

SAPTARSHI | SATKAHON

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *