কালো জলে কুচলা তলে | মুক্তি পেলো Wales এর কণ্ঠে – Satkahon Review

কালো জলে কুচলা তলে

কালো জলে কুচলা তলে

সম্প্রতি নবীন সঙ্গীতশিল্পী Wales এর কণ্ঠে মুক্তি পেলো একটি জনপ্রিয় লোকগান ‘কালো জলে কুচলা তলে’।

আলিপুরদুয়ারের ছেলে, ইংরাজি সাহিত্যের ছাত্র Wales WBCS সংক্রান্ত পঠনপাঠনের জন্যে কলকাতা আসেন।

কিন্তু কলকাতার হাওয়ায় গানের বারুদ তাঁর অন্তরে সঙ্গীতশিল্পী হবার ছাই চাপা আগুনকে দিলো জ্বালিয়ে। WBCS এর পঠনপাঠন স্থগিত রেখে মন দিলেন গানে। এ প্রসঙ্গে বলে রাখি, সঙ্গীতশিল্পী হওয়ার পাশাপাশি তিনি কিন্তু একজন গুণী Fashion Designer..

বাড়িতে কেউ গান বাজনার সঙ্গে যুক্ত না থাকলেও Wales বাবার কাছে আবদার করেন যে তিনি গান শিখতেন চান। বাবা আপত্তি করেননি। মাধ্যমিক চলাকালীন আলিপুরদুয়ারেই গান শেখা শুরু করেন তিনি।   

কলকাতায় আসার পর, তিনি দীর্ঘদিন রবীন্দ্রসঙ্গীত শিখেছেন সঙ্গীতশিল্পী শ্রীমতী জয়তী চক্রবর্তীর কাছে। ধীরে ধীরে একাধিক গুণী ব্যক্তিবর্গের সংস্পর্শে আসার ও সঙ্গীত শিক্ষার সৌভাগ্য হয় তাঁর।

বর্তমানে Wales সঙ্গীতশিল্পী শ্রীমতী অপালা বসুর কাছে সঙ্গীত শিক্ষারত।

তাঁর কণ্ঠে বেশ কিছু রবিগান মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। তবে, লোকসঙ্গীত গাইলেন এই প্রথমবার।

গান নিয়ে আলোচনায় যাবার আগে আসুনে শুনে নিই সেই গান…

“কালো জলে কুচলা তলে”
কালো জলে কুচলা তলে

“শুধুমাত্র মাটির গানের প্রতি ভালোবাসা থেকেই আমি এই গানটা গেয়েছি। স্বনামধন্য সঙ্গীতশিল্পী অভিজিৎ বসুর কণ্ঠে এই গান প্রথম মুক্তি পায় বুদ্ধদেব দাসগুপ্তের ‘উত্তরা’ ছবিতে।গানটি বিপুল জনপ্রিয়। আমারও ভীষণই পছন্দের একটি গান। সেই গান শুনে অনুপ্রাণিত হয়েই আমার এই পরিবেশনা।“

— Wales Nag

লোকসঙ্গীত প্রথাগত ভাবে না শিখলেও গান শুনে নিজের মত করেই ঝুমুর অঙ্গের এই লোকগানটি উপস্থাপনা করেছেন তিনি।

গানটির সঙ্গীতায়োজন ও শব্দ মিশ্রন করেছেন শৈবাল কর্মকার।

শব্দগ্রহন করেছেন সৌরভ ভট্টাচার্য।

খুব সুন্দর ভাবে গানের চিত্রগ্রহণ করেছেন ফিরোজ এবং ইমরান।

Wales Nag Official ইউ টিউব চ্যানেল থেকে গানটি মুক্তি পেয়েছে।

Saptarshi Saha | Satkahon

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *