ও কেনো এতো সুন্দরী হল | সবজান্তা তিন্নি –গল্প ২৩ | Satkahon
ও কেনো এতো সুন্দরী হল | সবজান্তা তিন্নি –গল্প ২৩ | Satkahon
কেমন আছো বন্ধুরা? তোমরা নিশ্চয়ই জানো আজ স্বনামধন্য সঙ্গীতশিল্পী মান্না দের ১০৪ তম জন্মবার্ষিকী।
ডাকনাম মানা থেকে প্রবোধ চন্দ্র দে হয়ে ওঠেন আমাদের সকলের প্রিয় শিল্পী মান্না দে।
একবার পূজো এসে গেছে, কিন্তু কিছুতেই পুজোর গান লিখে উঠতে পারছেন না পুলক বন্দ্যোপাধ্যায়।
একদিন তিনি এক আত্মীয়ের বাড়ি যাচ্ছেন। সাথে মান্না দে। কিন্তু কিছুতেই তার বাড়ি চিনতে পারছেন না ।
এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে একটা বাড়িতে খোঁজ করতে গেলেন।
তারপর মান্না দে তাঁকে হাসতে হাসতে ফিরে আসতে দেখে ভাবলেন ‘ যাক বাড়ি পাওয়া গেলো’।
কিন্তু নাহ। তিনি এসে বললেন যে তিনি পুজোর গান পেয়ে গেছেন।
গান লেখা হয়ে গেছে। মান্না দে হতবাক হয়ে বললেন ‘ আমি তো এখান থেকে দেখলাম তুমি বাড়িটাতে গিয়ে বেল বাজালে। একজন মহিলার সাথে কী কথা বললে, তারপর চলে আসলে!
এরমধ্যে গানটা লিখলে কখন? ‘
তখন পুলক বন্দোপাধ্যায় হেসে বললেন যে ওই ভদ্রমহিলা দরজা খুলে বলেছিলেন যে ওটা ভুল বাড়ি।
তবে উনি খুব সুন্দরী। আর সাথে সাথে আরও একটা কথা যোগ করলেন- ‘আমি তো মানুষ’।
তারপরই তৈরি হলো বিখ্যাত গান ‘ও কেনো এতো সুন্দরী হল’ …..
ছোটবেলায় শুধু গানই নয়, কুস্তি, বক্সিং, ফুটবলের মত খেলায় তিনি পারদর্শী ছিলেন।
আইনজীবী নাকি সঙ্গীতশিল্পী?
পেশা নিয়ে দ্বন্দ্ব থাকলেও, তাঁর কাকা তথা সঙ্গীতগুরু শ্রী কৃষ্ণচন্দ্র দের ইচ্ছেয় গান কেই তিনি জীবন পথের পাথেয় করে নেন।
ভারতবর্ষের বিভিন্ন ভাষায় প্রায় চার হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তিনি।
পদ্মশ্রী, পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করা হয় তাঁকে।
২০১৩ সালের ২৪শে অক্টোবর এই বরেণ্য সঙ্গীতশিল্পী পরলোকগমন করেন।