একলা আকাশ | মৌলিক গান দিয়েই যাত্রা শুরু করলেন অপর্ণা মৈত্র – Satkahon

একলা আকাশ | মৌলিক গান দিয়েই যাত্রা শুরু করলেন অপর্ণা মৈত্র – Satkahon
সম্প্রতি মুক্তি পেয়েছে শিল্পী অপর্না মৈত্রের কণ্ঠে তাঁর প্রথম বাংলা মৌলিক গান ‘একলা আকাশ’।
গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক তাপস দত্ত মার্কো।
গানের কথা লিখেছেন সুরঞ্জনা বন্দ্যোপাধ্যায়।
আসুন শুনে নেওয়া যাক গান টি….
গান শেখা এবং মঞ্চ অনুষ্ঠানের পাশাপাশি সব শিল্পীরাই এখন সোশ্যাল জগতে নিজেদের গানের রেকর্ড ও ভিডিও প্রকাশ করছেন প্রচার ও একে অপরের সাথে নিজের কাজ ভাগ করে নেওয়ার জন্য। অনেকেই প্রথম কাজ হিসেবে কভার গান কেই বেছে নেন।
কিন্তু সঙ্গীত জগতে নবীন হয়েও অপর্না মৌলিক বাংলা গান দিয়েই পা রাখলেন গান দুনিয়ায়।
গানটি ইতিমধ্যেই সহস্র শ্রোতার প্রশংসা অর্জন করেছে।
আশা করি আগামী দিনে আমরা শিল্পীকে একাধিক মৌলিক গান নিয়ে আবারও নতুন করে পাবো।
এই গানের দৃশ্য গ্রহণ এবং সম্পাদনা করেছেন নীলার্ঘ্য ব্যানার্জী।
গানটি শোনা যাবে Musica Creation ইউ টিউব চ্যানেল থেকে।
Saptarshi Saha | Team Satkahon
বাংলা ভাষা,বাংলা সংস্কৃতির মধ্যে থেকেও আমরা বাংলার মানুষকে বা সংস্কৃতিকে কতটুকু জেনেছি ? অনেক গুণী ব্যক্তিদের জীবন কাহিনী আমাদের অনেকেরই অজানা। সাতকাহন সেই বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে আজ আপনাদের দরবারে।শুধু তাই নয় বাংলায় এমন অনেক কাজ হচ্ছে বা এমন অনেক নতুন প্রতিভা রয়েছে যারা প্রচারের অভাবে সামনে আসতে পারছে না। সাতকাহন তাদের জন্য একটা বড় জায়গা রেখেছে এই নিউজ পোর্টালে।বাংলা সংস্কৃতি বিকশিত হোক, পুরাতনকে সমাদর করার পাশাপাশি নতুন কেও বরণ করে নেওয়া হোক সমান ভালবাসায়। এই অঙ্গীকার নিয়েই সাতকাহনের জয়যাত্রা।
Team Satkahon