আবৃত্তিতীর্থ | সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতা | SATKAHON

SATKAHON

আবৃত্তিতীর্থ | সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতা | SATKAHON

নিজস্ব সংবাদদাতা

SATKAHON

সম্প্রতি পূর্ব মেদিনীপুরের মেচেদায় কোলাঘাট আবৃত্তিতীর্থের উদ্যোগে এক বর্ণাঢ্য আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।

এই প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়,শাশ্বতী গুহ,

অজিতা ঘোষ,অমিত চক্রবর্তী,নিবেদিতা নাগ তহবিলদার,নন্দিনী লাহা সোম, ডালিয়া বসু সাহা,শ্রবণা শীল প্রমুখ বিশিষ্টজন।

আবৃত্তিতীর্থ

আবৃত্তিতীর্থের কর্ণধার দেবাশিস চক্রবর্তী জানান, বিভিন্ন জেলা থেকে তিনটি বিভাগে প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি পিনাকী রায়।

আবৃত্তিতীর্থ

দেবাশিসবাবু আরো জানান, তাঁর ঐকান্তিক ইচ্ছা-প্রতিবছর এই প্রতিযোগিতা ধারাবাহিকভাবে চালু রাখার।

১৯৯০ সালে অখণ্ড মেদিনীপুর জেলায় আবৃত্তিতীর্থের জন্ম। এই প্রতিষ্ঠানের কর্ণধার দেবাশিস চক্রবর্তী নিজেও একজন বিশিষ্ট বাচিকশিল্পী।

চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত।

আবৃত্তিতীর্থ

প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে আবৃত্তিতীর্থ আবৃত্তি নিয়ে নানারকম কাজ করে চলেছে যেমন,  আবৃত্তি উৎসব,,কর্মশালা,প্রতিযোগিতা ইত্যাদি।

আবৃত্তিতীর্থের বিভিন্ন শাখা  নিয়ে এই মুহূর্ত রয়েছে শতাধিক ছাত্র ছাত্রী।

satkahon

 COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *