আন্তর্জাতিক নারী দিবস ও তুলসীবেড়িয়া মহিলা সমিতি | Satkahon

আন্তর্জাতিক নারী দিবস ও তুলসীবেড়িয়া মহিলা সমিতি

আন্তর্জাতিক নারী দিবস ও তুলসীবেড়িয়া মহিলা সমিতি | Satkahon

প্রতিবেদন- সায়ন দে

নারী দিবসে আবারো গর্জে উঠলেন হাওড়া জেলার সবচেয়ে বড় চোলাই মদ ও নারী নির্যাতনের বিরুদ্ধে লাগাতার কাজ করা তুলসীবেড়িয়া মহিলা সমিতি।

পাশে থাকার বার্তা দিল হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ ও তুলসীবেড়িয়া প্রবীণ নাগরিক সমিতি।

দীর্ঘ দশ পনেরো বছর ধরে হাওড়া জেলা জুড়ে, বিশেষ করে উলুবেড়িয়া আমতা ও বাগনান থানা এলাকায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে

পশ্চিমবঙ্গে নজির সৃষ্টি করেছিল তুলসীবেড়িয়া মহিলা সমিতি যার নেতৃত্বে আছেন কল্যানী পালুই দিদি।

মদ খেয়ে গ্রামীণ শ্রমজীবী মানুষ মহিলাদের ওপর অত্যাচার চালানো, বাল্যবিবাহ, নারীপাচার ও ডিজে বক্সের দৌরাত্ম্য শব্দদূষণ এর বিরুদ্ধে

যে আন্দোলন চলছে তাকে আরো জোরদার করবার আহ্বান জানান নারী বাহিনীর কর্মীরা আজকের এই নারী দিবসকে সামনে রেখে।

মেয়েদের অধিকার এখনো অনেকটাই অবহেলিত তাই সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার বার্তা দিলেন

হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের তরফে শিক্ষক সায়ন দে ও রাজদূত সামন্ত মহাশয়।

তুলসীবেড়িয়া প্রবীণ নাগরিক সমিতির তরফেও সবরকমভাবে এই লড়াকু মহিলাদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে পদযাত্রার মধ্য দিয়ে এলাকায় সচেতনতার বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিল প্রায় ৬০জন মহিলা।

অনুষ্ঠানে নাচ গান ও আবৃত্তির মাধ্যমে ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়।

আগামীদিনে নারী সুরক্ষা নারী আন্দোলন ও সামাজিক দূষণ রোধে নারীরাই সবার সামনে এগিয়ে এসে লড়াই করবে – এই আওয়াজ উঠল সমগ্র অনুষ্ঠানে।

 COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *