আন্তরজালে অন্তরের গান নিয়ে আসছেন প্রবুদ্ধ রাহা – Satkahon.in

আগামী রবিবার সুরকাহন এবং ঐকান্তিক এর আয়োজনে আসতে চলেছে একটি ডিজিটাল অনুষ্ঠান যেখানে আন্তরজালে অন্তরের গান পরিবেশন করবেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী শ্রী প্রবুদ্ধ রাহা।
রবীন্দ্রনাথ থেকে শুরু করে হিমাংশু দত্ত,সলিল চৌধুরী,হেমন্ত মুখোপাধ্যায়,আর.ডি বর্মণ ইত্যাদি প্রবাদপ্রতিম সুরকারদের সৃষ্ট বাংলা গান পরিবেশন করবেন তিনি এই অনুষ্ঠানে।
টিকিট কিনে মঞ্চের বদলে এখন বাড়ি থেকেই মোবাইল বা কম্পিউটার এ দর্শক দেখতে পাবেন অনুষ্ঠান।
স্রোতস্বিনীর গতি রোধ করা যেমন সম্ভব নয় তেমনই অসম্ভব শিল্পের পথ আটকানো।
দুখে সুখে সঙ্গীতই আমাদের আশা জাগিয়ে এসেছে তাই,এই মহামারী কবলিত সময়ে যখন সমস্ত প্রেক্ষাগৃহ এবং মঞ্চ অনুষ্ঠান বন্ধ, তখন সঙ্গীত পরিবেশনের জন্যে ডিজিটাল মাধ্যমকেই বেছে নিয়েছেন শিল্পীরা,কারণ গান ছাড়া এই জীবন অসম্পূর্ণ।
যন্ত্রানুসঙ্গে থাকবেন সুরজিৎ দাস ( কী বোর্ড) এবং সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন আরও এক গুণী সংগীতশিল্পী প্রত্যয়।
রবিবার ১৯-৭-২০২০ ঠিক সন্ধে ৮ টায় অনুষ্ঠিত হবে এই ডিজিটাল অনুষ্ঠান।
আন্তরজালে প্রবেশ মুল্য মাত্র ২০০/- টাকা। গুগল পে (Google pay) এর অত্যাধুনিক ও সহজ মাধ্যমে এই টিকিট সংগ্রহ করা যাবে।
তার জন্যে আপনার ফোনে সেভ করে নিন ছবি তে উল্লিখিত নম্বর গুলি। টিকিট কেনার পর আপনি অনুষ্ঠানের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
শুনে নিই এই অনুষ্ঠান প্রসঙ্গে স্বয়ং শিল্পী কি বলছেন…
Prabuddha Raha digital concert 19th July 8 pm Contact for passes: +919051382749/+919545163999/+919800941184
Posted by Surokahon: The Wave of Magic on Friday, 10 July 2020
টিকিট সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন উল্লিখিত নম্বর এ।

Sneha das | Satkahon
COPYRIGHT © 2020 SATKAHON